চৌহালীসিরাজগঞ্জ

বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীরা কর্মী হয়ে কাজ করছে – চৌহালীতে পানিসম্পদ উপমন্ত্রী

চৌহালী প্রতিনিধি: পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের দেওয়া ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সাদরে গ্রহন করেছেন দেশবাসি। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরে এই বাজেট বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার সদস্যদের কর্মি হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন, আমরাও সেভাবে কাজ শুরু করছি।

উপমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে টানা চারবার দেশ পরিচালনায় নির্বাচিত করেছেন, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছেন। আগামী নির্বাচনেও ইনশাআল্লাহ দেশ ও দেশবাসির ভাগ্য উন্নয়নে আওয়ামীলীগ রাষ্ট্রক্ষমতায় আসবে।

শুক্রবার ২ জুন দুপুরে নদীভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলার খাসপুখুরিয়া হতে চর সলিমাবাদ পর্যন্ত নদীতীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন শেষে পানিসম্পদমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম এমপি একথাগুলো বলেন।

যমুনা নদীর বামতীরের চৌহালী উপজেলার নদী ভাঙ্গিনরোধে ৪৬ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। পরে পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা হয়।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল এমপি, নাগরপুরের এমপি আহসানুর রহমান টিটু, পাউবো নির্বাহী মহাপরিচালক রমজান আলী প্রামানিক, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি হোসেন আলী হাসান, অর্থপেডিক্স সোসাইটির মহাসচিব প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম, চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, ইউএনও সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button