সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৪ নং ঐতিহ্যবাহী বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩- ২৪ অর্থ বছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
গত ১৬ মে, শনিবার বেলা সাড়ে এগারোটায় ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কৃষক ও এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।
বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এ সময় উম্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. আব্দুস সালাম। বাজেট অধিবেশনে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মো. আনছার আলী, ইউপি সদস্য শারমিন খাতুন, মো. আবু বকর সিদ্দিক, কৃষক আব্দুল গফুর মন্ডলসহ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার সুধীজন। সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহনে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের বার্ষিক ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতের সম্ভাব্য আয় ৩ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৪০০শত ৮৪ টাকা ও ব্যয় ৩ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৪শত ৮৪ টাকা এবং উদ্বৃত্ত ৮০ হাজার টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।