স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে এনজিও ফেডারেশন ( এফএনবি ) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় এনজিও প্রতিনিধি ও নির্বাহী পরিচালকগণদের উপস্থিতিতে সরকারের পাশে থেকে উন্নয়ন কাজকে ত্বরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে ও এনজিও কার্যক্রমকে আরও বেগবান করতে ৩ বছর মেয়াদে নতুন জেলা নতুন কমিটি নির্বাচিত করা হয়।
বুধবার ( ১২ অক্টোবর) সকালে বুরো বাংলাদেশ আঞ্চলিক অফিস, মাসুমপুরে এনজিও ফেডারেশন ( এফএনবি ) বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ এনজিও ফেডারেশন এর সভাপতি ও দীপ সেতু এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম । সাধারণ সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার সভাপতি অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রীমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, ব্র্যাক জেলা সমন্বয়ক সিরাজগঞ্জ মো. রইস উদ্দিন।
সাধারণ সভার প্রথম অধিবেশন শেষে সভাপতি পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন প্রক্রিয়া গ্রহণ করেন। দ্বিতীয় অধিবেশন পর্বে সকলের সম্মতিতে আগামী ৩ বছরের জন্য এফএনবি’র নতুন জেলা কমিটি নির্বাচিত করা হয়। সাধারণ সভায় সমাজ উন্নয়ন কার্যক্রম সুখ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনকে সভাপতি, বুরো বাংলাদেশ আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন মিয়াকে সহসভাপতি, ব্র্যাক জেলা সমন্বয়ক রইস উদ্দিনকে সাধারণ সম্পাদক, মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লিয়াকত আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি নির্বাচিত করা হয়।
এছাড়াও বার্ষিক সাধারণ সভায় সিরাজগঞ্জ এনজিও ফেডারেশন সভাপতি ও দীপ সেতু এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমকে প্রধান উপদেষ্টা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জাতীয় মহিলা সংস্থার সভাপতি অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রীমাকে সদস্য নির্বাচিত করে।