মোকাদ্দেস হোসেন সোহান রায়গঞ্জ থেকে: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন হাট বাজারে গত কয়েকদিন আগে ডিমের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকলে সরকারের সদিচ্ছার কারণে ডিমের দাম স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই আবার বাড়তে শুরু করেছে ডিমের দাম। ফলে বিপাকে পড়েছেন নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো।
গত দুইদিন ধরে উপজেলার নিমগাছি, ধানগড়া, চান্দাইকোনা, ভ্রম্যগাছা, ঘুড়কা, ভুইয়াগতি, নলকা, কালিঞ্জা, হাটপাঙ্গাসী, গ্রামপাঙ্গাসী, এরান্দহ, কৃস্নদিয়াসহ এলাকার বিভিন্ন হাট বাজারে দফায় বেড়ে ৩৮ টাকা থেকে এক লাফে বেড়েছে ৪৮ টাকা থেকে ৫২ টাকা।
একাধিক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের লোকজনের সাথে কথা হলে তারা জানান, গত দুইদিন আগেও মুরগির ডিম ৩৮ টাকা থেকে ৪০ টাকায় ক্রয় করে ছিলাম। আজকে বাজারে এসে দেখি সেই ডিম ৪৮ টাকা খেকে ৫২ টাকায় বিক্রি করা হচ্ছে। তাই ডিমের ডাউল ক্রয় করে নিয়ে যাচ্ছি। উপজেলার গ্রামপাঙ্গাসি ও হাটপাঙ্গাসী বাজারের বেশ কয়েকজন ডিম ব্যবসায়ী জানান, আমরা মহাজনের কাছ থেকে যে দামে ডিম ক্রয় করে থাকি সেই অনুযায়ী বিক্রি করি।
এদিকে হাটপাঙ্গাসী বাজারে আসা সদর উপজেলা ইসলামপুর গ্রামের কাঠ মিস্ত্রী মো. আবু নাছার বলেন, কাছা বাজারে কোনও পণ্যের দামও ক্রয় ক্ষমতার মধ্যে নেই। সবকিছুর দাম উর্ধমুখী। যেভাবে ডিমের দাম বাড়ছে তাতে মনে হয় এখন ডিম খাওয়াও বাদ দিতে হবে দেখছি।
এমতাবস্থায় ডিমসহ বাজারের সকল পণ্যের দাম সরকারিভাবে সল্পমূল্যে নির্ধারিত করে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন উপজেলার নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো।