রাজনীতি

বিএনপির বক্তব্যে মনে হয় পদ্মা সেতু তাদের গলার কাঁটা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু হওয়াতে সারা দেশের মানুষ উল্লসিত ও গর্বিত। সেখানে বিএনপির বক্তব্যে মনে হচ্ছে তারা লজ্জিত। পরিস্থিতি এমন যে পদ্মা সেতু বিএনপির গলার কাঁটা হয়ে গেছে।

সোমবার দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন হাছান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‘পদ্মা সেতু উদ্বোধনে ৫-১০ হাজারের বেশি লোক হয়নি’, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের জবাব দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের আনুষ্ঠানিকতায় মাত্র তিন হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে অন্য কারও যাওয়ার সুযোগ ছিল না। প্রত্যেককেই করোনা টেস্ট করে সেখানে যেতে হয়েছে। এ উপলক্ষে যে জনসভা হয়েছে, সেখানে লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছে।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘বিএনপির কিছু নেতার বক্তব্যে মনে হচ্ছে তাঁদের সত্যিই মানসিক চিকিৎসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। না হলে তাঁরা এভাবে উদ্‌ভ্রান্তের মতো কথা বলতেন না। বিশেষ করে রিজভী আহমেদ।’

রিজভী আহমেদ বেশ কিছুদিন অসুস্থ ছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় তিনি (রিজভী) পুরোপুরি সুস্থ হননি বলেই অসুস্থ মানুষের মতো কথা বলছেন। তাঁর আরও একটু চিকিৎসার দরকার আছে বলে মনে হচ্ছে।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আদালত ঘেরাওয়ের কর্মসূচি দেবে—এ নিয়ে সাংবাদিকেরা হাছান মাহমুদকে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, ‘আদালত ঘেরাওয়ের বক্তব্য সরাসরি আদালতের হুমকিস্বরূপ। আমি জানি না, আদালত সেটিকে কীভাবে বিবেচনা করবেন। তবে এটি সরাসরি আদালতকে হুমকি দেওয়ার শামিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button