সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলের সিরাজগঞ্জ বিএনপির পাঁচ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় তাদের শ্যামলীর আদাবর রিং রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে বলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান জানিয়েছেন।
বিএনপির গ্রেপ্তারকৃত অন্য নেতারা হলেন জেলা সহসভাপতি অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবীর চান্দু।
পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর, শহরের ইবি রোডে ভাষানি মিলনায়নে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির শেষে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ শতাধিক নেতা কর্মীর নামে মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ৫ নেতাকে আটক করা হয়। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।