সদরসিরাজগঞ্জ

পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির সভাপতি

সিরাজগঞ্জ সদর আসনের(সদর-কামারখন্দ) সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ শুক্রবার সন্ধায় এবং শনিবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জনরোষে পতন হয়েছে। আমরা এখন সকল ধর্ম গোত্রের মানুষকে নিয়ে সমৃদ্ধশালী দেশ গঠনে কাজ করবো। মুক্তিযুদ্ধ থেকে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের  পতনে দেশের হিন্দু,মুসলমান, বৌদ্ধ ও  খ্রীষ্ট্রান সকল ধর্মের মানুষ এক সাথে লড়াই করেছে। তাই এই দেশ ধর্মের ভিত্তিতে ভাগ করা যাবে না। বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকার এদেশের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চেয়েছে। দেশকে সাম্প্রদায়িক দেশ বানাবার চেষ্টা করা হয়েছে। কিন্ত এদেশের জাগ্রত জনতা তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। আমরা এখন স্বৈরাচার মুক্ত। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সংখ্যা লঘু হিসেবে না ভেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজের পরিচিত করতে আহবান জানান। তিনি বিএনপি’র সকল স্তরের নেতাকর্মিদের হিন্দু সম্প্রদায়, বিভিন্ন ধর্ম, গোত্র বর্ণ সহ সমাজের শ্রেণীপেশার মানুষদের পাশে থেকে কাজ করার নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস ও নাজমুল হাসান খান রানা, যুগ্ম সাধারন সম্পাদক হারুনর- রশিদ খান হাসান ও মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এবং জেলা স্বেচ্ছাসেবক দলে সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button