বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ,সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত শনিবার, ১২ আগষ্ট, বাদ মাগরিব শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সহদফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক।
এসময় বক্তারা বলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সদর উপজেলা বিএনপির সহসভাপতি লুৎফুর রহমান ভুইয়া, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), সিরাজগঞ্জ জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি,শহর বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।