সিরাজগঞ্জ

জেলা বিএনপি নেতা বাচ্চুসহ ৬ জনের জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলের ৬ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (২ মে) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে মো. নাজির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, বিএনপি’র নেতাকর্মীরা এসটি ৯৯ নং মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। গতকাল মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে স্থানীয় জামিনের জন্য আবেদন করেন। আদালত ৬ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

তারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামন মুরাদ, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্লোভ, ৬নং ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা ও ইউনিয়ন যুবদল নেতা নোমান।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) আব্দুর রহমান রানা এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালনের দিন সিরাজগঞ্জে সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ, ভাঙচুরের অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বিএনপির ৯৮৬ নেতাকর্মীদের বিরুদ্ধে দু]টি মামলা করেন।

বিএনপি মহাসচিবের নিন্দা:

বিএনপি জাতীয় নির্বাহীকমিটি সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতা অসত্য ও বানোয়াট মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ৬জন নেতার জামিন বাতিল করে আদালত কারাগারে প্রেরণ করায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button