সদরসিরাজগঞ্জ

৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন

Eye Hospital Rajshahi

সৌরবিদ্যুতের সম্ভাবনায় সিরাজগঞ্জে ৪৪তম, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাএ-ছাএীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

গত সোমবার ( ২৯ মে, সকাল ১০.৩০টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ সদর উপজেলায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটিও শিক্ষা) সিরাজগঞ্জ মো. রায়হান কবির

এর আগে ফিতা কেটেও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সিরাজগঞ্জ মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান, বিজ্ঞান মেলায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুনদের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী চেতনার বিকাশ ঘটবে এ বিজ্ঞান মেলার মাধ্যমে। এছাড়াও সর্বস্তরের বিজ্ঞান অনুরাগী ও বিজ্ঞান সচেতনতা সৃজন ও শিশু কিশোর এবং তরুনদের উদ্ভাবনী কাজে আগ্রহ সৃষ্টির লক্ষে মূলত বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা পালন করা হয়ে থাকে বলেও জানান তিনি । নতুন উদ্ভাবন ও সম্ভাবনার বিষয়ে চিন্তা করার জন্য,এবং বিজ্ঞান ও প্রযুক্তির ধ্যান ধারনাকে সর্বস্তরের জনগনের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিজ্ঞান ক্লাব আন্দোলন জোরদার করার উপর সবিশেষ গুরুত্বারোপ করতে হবে সকলকে।

এ সময়ে অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটিও শিক্ষা ) মো. রায়হান কবির, ইন্টারনেটে আসক্তির ক্ষতি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করে, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মানব কল্যাণে নতুন নতুন পণ্যের উদ্ভাবনের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ইন্টারনেটে আসক্তির ক্ষতি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করে, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মানব কল্যাণে নতুন নতুন পণ্যের উদ্ভাবনের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসনও অর্থ মোহাম্মাদ হান্নান মিয়া প্রমুখ। উল্লেখ্য, সিরাজগঞ্জে ৪৪তম, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ৫৩টি স্টল রয়েছে। ৩০ মে এই মেলার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হবে। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উদ্ভাবনী বিভিন্ন স্টল ও ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী পণ্য পরিদর্শন করেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button