সিরাজগঞ্জ জেলার তেলজাতীয় ফসল উৎপাদনকারী কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরে আওতায় তেলজাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ৫ জন কৃষককে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে বুধবার, ১৪৪ জুন, সকালে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, কৃষিতে অগ্রগতি, উৎপাদন বাড়াতে অনাবাদী বা পতিত জমিতে ফসল উৎপাদনের জন্য, উন্নতি ও আধুনিকায়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে প্রধানমন্ত্রী বছরে তিনদিন ব্যাপী জেলা প্রশাসকদের নিয়ে সম্মেলন করেন। তিনি আরো বলেন, কৃষকেরা হলো দেশের প্রাণ তারা জমিতে ফসল উৎপাদন করে দেশের মানুষ খাদ্য দেয় এবং ফসল বিদেশে রপ্তানি করা হয় । তিনি জানান, সিরাজগঞ্জের কৃষিতে ৭০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়। জেলা প্রশাসক এসময় সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় সিরাজগঞ্জের কৃষক-কৃষাণীদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ.কে. এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. মশকর আলী, অতিরিক্ত উপপরিচালক ( উদ্যান), কৃষিবিদ মো. এনামুল হক, অতিরিক্ত উপপরিচালক ( পিপি) মো. জিয়াউর রহমান প্রমুখ। এসময়ে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আনোয়ার সাদাত, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্যাণ প্রসাদ পাল, কাজিপুর উপজেলা কৃষি অফিসার ভারপ্রাপ্ত কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুর রউফ, তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুর রউফ, শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জেরিন আহমেদ, বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন, বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সাইদী রহমান।
এসময়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উচ্চমান সহকারী নির্মল কুমার মোহন্তসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীগণ এবং ১২৫ জন কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থ বছরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তেলজাতীয় ফসল সরিষা বারি-১৪ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের পাট গ্রামের কৃষক মো. শহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ি গ্রামের কৃষক মোহাম্মদ আলী, কাজিপুর উপজেলার পাটগ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম, তাড়াশ উপজেলার সগুনা গ্রামের কৃষক মো. আশরাফুল ইসলাম, শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষানী মোছা. মরিয়ম বেগম।