চৌহালী প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার অসহায়, গরিব ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভিজিএফ কর্মসূচীর চাউল বিতরণ করা হয়।
গত মঙ্গলবার সকালে খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ কোদালিয়া বাজার থেকে ইউনিয়নের ১ হাজার ৩৪৬ জন অসহায়, গরিব ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, ট্র্যাক অফিসার মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাবলু, সহকারি কৃষি অফিসার মোবারক হোসেন, মনিটরিং অফিসার কৃষিবিদ মো. আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, ইউপি সচিব মো, আ. কাদের মিলন মিয়া, ইউনিয়নের উদ্যাক্তা মো, রাশিদুল ইসলাম, ইউপি সদস্য ও গ্রাম্য পুলিশ প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.ফারুক হোসেন সরকার বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় খাষপুখুরিয়া ইউপিতে ১ হাজার ৩৪৬ টি পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ চাল বিতরণ করতে একজন করে ট্যাগ অফিসার দেয়া হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল ইউনিয়নের উপকার ভোগী ও সকল জনগণকে ঈদ শুভেচ্ছা জানান তিনি।