উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় দ্বিতীয় সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন কলম ও ফলজ-বনজ বৃক্ষের চারা। (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ৯ টার সময় উপজেলার হায়াতুনন্নেছা প্রিপ্র্যারেটরী স্কুলে আয়োজিত দ্বিতীয় সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশের পর এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ইসরাত জাহান। প্রধান অতিথি শিক্ষার্থীদের স্কুলের অর্থায়নে পুরস্কার হিসেবে তুলে দেন কলম ও ২ টি করে ফলজ-বনজ বৃক্ষের চারা।
প্রধান অতিথি ইসরাত জাহান বলেন বর্তমানে প্রাকৃতিক বিপর্যয় রোধে ও পরিবেশ রক্ষার্থে বৃক্ষ রোপন কর্মসূচি অত্যান্ত সময়োপযোগী পদক্ষেপ।
তিনি আরও বলেন, প্রিয় কোমলমতি শিক্ষার্থীরা তোমরা লেখাপড়ার পাশাপাশি বৃক্ষ রোপন করে নিজের ও দেশের উন্নয়নে ভুমিকা রাখবে ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম রেজাউন কবির পারভেজের সহধর্মিণী প্রধান শিক্ষক সুলতানা কামরুন্নাহার। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মো. সাহেব আলী, সাংবাদিক হাফিজুর রহমান বাবলু, সাংবাদিক আল মাহমুদ, সাংবাদিক মমতাজ হাসান রিটু ও শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ।