স্মার্ট বাংলাদেশ গড়তে গ্রামের মানুষকে দ্রুত সেবা প্রদানের লক্ষে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ। গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের স্থানীয় সরকারের আয়োজনে উপজেলা চত্বরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লাপাড়া উপজেলার ১৪ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে ১৪০ টি বাইসাইকেল বিতরণ করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রত্যেক গ্রাম পুলিশকে দ্রুতগতিতে মানুষকে তথ্য পৌঁছে দিতে কাজ করতে হবে। এই বাইসাইকেল যোগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জর্ম¥ নিবন্ধন ও জরুরি কাজ সহ বিভিন্ন সংবাদ আদান প্রদানের কাজে ব্যবহিত হবে।
উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিক ইসলাম শফি প্রমুখ।