উল্লাপাড়ায় ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ভাতা সহ ৬৮৪ জন মানুষের মাঝে ভাতার বই বিতরণ করলেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
গতকাল মঙ্গলবার, ১৫ মে, উল্লাপাড়া উপজেলা সমাজ সেবা অফিস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত ১৬ জনের মাঝে চিকিৎসায় জন্য আট লাখ টাকার চেক বিতরণ করা হয়। এবং প্রতিবন্ধী ভাতার বই সহ ৬৮৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোত্তালিব, মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।