শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০২৩ -২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম,ভূট্রা,সূর্যমুখী, চিনাবাদাম, পেয়াজ, মুগ, মসুর,খেসারী বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
শাহজাদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযেগিতায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, পোতাজিয়া ইউপি চেয়ারমান আলমগীর জাহান বাচ্চু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারি ও উপজেলার সর্বস্তরের কৃষকগন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে উপজেলায় ৮ হাজার ৯৫০ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়।