কাজীপুর প্রতিনিধি: ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ – হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজীপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত বুধবার (৩১ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুইদিন ব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের পাবনা সমন্বিত জেলা কার্যালয় ও কাজীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ।
এতে প্রধান অতিথি ছিলেন, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। কাজীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আরা।
উপজেলার আটটি উচ্চ বিদ্যালয় নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। গত মঙ্গলবার (৩০ মে)। দুর্নীতির বিরূদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক করে বিতার্কিকরা। ছয়টি বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে যায় উপজেলা পরিষদ আদর্শ একাডেমি ও তারাকান্দি উচ্চ বিদ্যালয়। উপজেলা পরিষদ আদর্শ একাডেমিকে ৩১ নম্বর ব্যাবধানে হারিয়ে ১৯৪ নম্বর পেয়ে জয় লাভ করে তারাকান্দি উচ্চ বিদ্যালয়। এতে সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হয় তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাওয়া জুই।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।