কাজীপুরসিরাজগঞ্জ

কাজীপুরের ইউএনওর সাথে সাংবাদিকদের বিদায়ী সাক্ষাৎ

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদ্য অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) জাহিদ হাসান সিদ্দিকীর সাথে বিদায়ী সাক্ষাৎ করেন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার বেলা তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকেরা বিদায়ী সাক্ষাতে মিলিত হন। এসময় কাজীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পৌণে চার বছরের কর্মযজ্ঞ নিয়ে স্মৃতিচারণ করেন তাঁরা।

কাজীপুর প্রেসক্লাবের সহসভাপতি টিএম কামাল বলেন, সাংবাদিকদের কোন আবদারই এড়িয়ে যাননি ইউএনও স্যার। তিনি বলেন, আমাদের সন্তানাদিসহ পরিবারের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। এটা আর কোন ইউএনও করেননি।

প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী বলেন, ইউএনও স্যারের সাথে সাংবাদিকদের সম্পর্ক ছিল পরিবারের মতো।

কাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, ইউএনওর পৌণে চার বছরের সময়কালে তিনি কাজীপুরে উন্নয়নের অগ্রযাত্রায় আমূল পরিবর্তন এনেছেন। সর্বোপরি একজন সাংবাদিকবান্ধব ইউএনও ছিলেন তিনি।

স্মৃতি চারণের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদায়ী ইউএনও তার বক্তব্যে বলেন, আমার জীবনের একটি সোনালী সময় পার করলাম কাজীপুরে। সকল ধরনের কাজে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। আমরা একটি টিমওয়ার্ক হিসেবে কাজীপুরের উন্নয়নে কাজ করেছি।

এসময় তিনি সাংবাদিকদের নিকট দোয়া কামনা করে বলেন, যেখানেই যাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের মাঝে যোগাযোগ হবে।

সাংবাদিকদের মধ্যে আরও স্মৃতিচারণ করেন মোহাম্মদ আশরাফুল, জহুরুল ইসলাম, মিজান রহমান ও আব্দুল মজিদ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম, এনামুল হক মনি, আব্দুর রহিম, লিমন হেলাল, নাবিউর রহমান চয়ন, কোরবান আলী, আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, কৃষি অফিসার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button