সিরাজগঞ্জ সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ১৪ তম, বিসিএস কর্মকর্তা প্রফেসর মো. জসিম উদ্দিন সেখ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রোববার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ গণিত বিভাগের হল রুমে, গণিত বিভাগের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও বিদায়ীকে ফুলের শুভেচ্ছা প্রদান ও বিদায়ী মানপত্র পাঠ করা হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মাহমুদ সেখ এর সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী ক্রেস্ট হাতে তুলেদেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম সোহেল।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এই দেশটাকে সুখি সমৃদ্ধি করার জন্য আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা তৈরী হবো এবং যে যেখানে আছি সেখান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সর্ব প্রথম আমাদের স্মাট শিক্ষার দরকার। ছাত্র- ছাত্রীদেরকে ভালো করে পড়া শোনা করতে হবে। আজকে এ মহান শিক্ষককে বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষককে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
বিদায়ী গণিত বিভাগের বিভাগীয় প্রধান জসিম উদ্দিন সেখ বলেন, সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠী ও সম্মানিত সুধীজন সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা ও ভালোবাসা ।
আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবেই বেদনাবিধুর, দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ চুকিয়ে আমরা আজ দীর্ঘদিনের প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজগঞ্জ সরকারি কলেজ ছেড়ে বিদায় নিতে যাচ্ছি ।
তবে এই বিদায় একদিকে যেমন বেদনার তেমনি অন্যদিকে সম্ভাবনার। কারণ এই চলে যাওয়া সামনের আরো উচ্চতর শিক্ষার হাতছানির ডাকে নিজেকে আরো যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া। প্রিয় আমার ছাত্র -ছাত্রীরা তোমরা সব সময় তোমাদের পিতা মাতাদেরকে সন্মান করবে ও পিতা মাতার কথা অক্ষর অক্ষরে পালন করবে এটাই তোমাদের কাছে আমার চাওয়া।
অনুষ্ঠানের সভাপতি গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মাহমুদ সেখ বলেন, আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবেই বেদনাবিধুর, দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ চুকিয়ে আমরা আজ দীর্ঘদিনের প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি। তবে এই বিদায় একদিকে যেমন বেদনার তেমনি অন্যদিকে সম্ভাবনার। কারন এই চলে যাওয়া সামনের আরো উচ্চতর শিক্ষার হাতছানির ডাকে নিজেকে আরো যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া। আমরা এই বিদায়ে নতুন দিনের আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। সম্ভাবনার আলোকে নতুন হরেক পথ আমরা সংকল্প করছি। আমরা এখানে একটি অধ্যায় শেষ করছি, কিন্তু আমাদের আগামীকাল একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর শরী -উস সাঈদ, এসময়ে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আমিনুল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক খসরু আলম মিয়া, পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান এ. কে এম রেজাউল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সন্টু কুমার দত্ত।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাএলীগ সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন সেখ, বাঁধন সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট বগুড়া জোন নাহিদ হাসান জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হাই।