চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইট নির্মাণের শুভ উদ্বোধন করেন খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু সাইদ বিদ্যুৎ।
চেয়ারম্যান মো. আবু সাইদ বিদ্যুৎ বলেন, আমি খাষকাউলিয়া ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়টি চৌহালীর নারী শিক্ষার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। বিদ্যালয়টি অনেক পুরাতন, রাক্ষুসে যমুনা নদীতে বিদ্যালয়টি দুই বার ভেঙ্গে যাওয়ার পর জরাজির্ণ অবস্থায় ক্লাস পরিচালিত হচ্ছে। আমি সভাপতি হবার পর থেকে চেষ্টা করছি এবং এখানে শিক্ষক – ছাত্রীদের নিরাপত্তার বিষয় টি মাথায় রেখে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে এই বিদ্যালয়ে একটি গেইট নির্মাণের জন্য ৪ লক্ষ্য ৬২ হাজার ৫ শত টাকার একটি প্রকল্প দিয়েছি।
সহকারী শিক্ষক মো. ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শামসুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক মো. ইদ্রিস আলী, মো. সবুজ, ইউ,পি সদস্য মো. রবিউল ইসলাম, চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মো. আলমগীর শিকদার, ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো. রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মো. রাসেল মিয়া প্রমুখ।