জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ডিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ভিত্তিক পরিকল্পনা সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ২৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ২০২৪ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আপেল মাহমুদ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন রেজা ও মোছা. সুলতানা পারভীন। সভা পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় এসএমসির সদস্য সহ জমি দাতা বক্তব্য রাখেন। সভায় বিদ্যালয়ের শিক্ষারমান উন্নতিকল্পে বাৎসরিক পরিকল্পনা করা হয় এবং ছাত্র ছাত্রী উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যালয়ে ভর্তি উপযোগি শিশুদেরকে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা, পরিস্কার পরিচন্নতা বিষয়ে, বিদ্যালয়ের শিক্ষারমান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা সহ বিদ্যালয়ে মাঝে মাঝে অভিভাবক গণ পরিদর্শন করা, বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী উপস্থিত হচ্ছে কিনা তার খোজ খবর নেওয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি সহ উপস্থিত সকলে কার্যক্রমের প্রসংশা করে বলেন উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে এনডিপি ও গণসাক্ষরতা অভিযান আশা প্রজেক্টের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।