সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ণ বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ণ বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়। গত ৩০ জানুয়ারি সোমবার সকালে সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ণ বোর্ড মাধ্যমিক বিদ্যালয় নেসকো পিএলসি প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব ও নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ণ) নেসকো পিএলসি‘র সালমা খাতুন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সার্বিক সহযোগিতায় প্রধান শিক্ষক বিউটি সুলতানা এর আমন্ত্রনে তত্বাবধায়ক প্রকৌশলী পরিচালন ও সংরক্ষণ সার্কেল নেসকো পিএলসি পাবনা প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নেসকো পিএলসি‘র নির্বাহী পরিচালক (অর্থ) সৈয়দ গোলাম আহাম্মদ এফসিএমএ, নির্বাহী পরিচালক কারিগরি ও অপারেশন (অ:দা:) ও প্রধান প্রকৌশলী বিতরণ অঞ্চল, নেসকো পিএলসি রাজশাহী প্রকৌশলী মো. আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন রিপন এর সঞ্চালনায় মোঃ হাফিজুল ইসলাম ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় নেসকো পিএলসি‘র সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-১এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল ফারুক, নির্বাহী প্রকৌশলী-২ অশীত পোদ্দার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন জুয়েল খান, শ্রী কমল চন্দ্র সিং, সহকারী শিক্ষক মনছুর রহমান, মঞ্জুর রহমানসহ সকল শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button