আব্দুর রাজ্জাক বাবু বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশের প্রথম সারির বেসরকারি উন্নয়ন সংস্থা,উদ্দীপন সোলার মিনিগ্রিড প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার, ২৬ অক্টোবার বেলকুচি বড়ধুল ইউনিয়নের গাছচাপরি উদ্দীপনের নিজ কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিশনিং কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উচ্চ পর্যায়ের টিমের সন্মানিত সদস্যবৃন্দ।
জানা যায় সংস্থাটি ১৯৮৪ সাল থেকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, তারই ধারাবাহিকতায় ২০১৬ সালের জুন মাসে ২টি সোলার মিনিগ্রিড প্রকল্প বাস্তবায়নের জন্য দাতা সংস্থা ইডকল ও উদ্দীপনের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুযায়ী বেলকুচি উপজেলায় ২১৮.৪ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পুন্ন একটি সোলার মিনিগ্রিড প্লান্ট স্থাপন করা হয়,এবং বর্তমানে প্লানটি জাতীয় গ্রীডে ২১৮.৪ কিলোওয়াট সম্পুন্ন প্লানটি তার উৎপাদিত বিদ্যুৎ প্রতিদিন সরবরাহ করতে পারবে বলে জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ-জালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন উদ্দীপন সাধারণ পরিষদ সদস্য ও রিনিউয়েবল এনার্জি লি: এর পরিচালক ড: গোলাম আহাদ, প্রশাসন ও ইনচার্জ রিনিউয়েবল এনার্জি উদ্দীপনের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক দিলারা জাহান সপ্না, রিনিউয়েবল এবং উপ-ব্যবস্থাপক মোহাম্মাদ আলী সরকার, উদ্দীপন বগুড়া জোনের জোনাল ব্যবস্থাপক শফিকুল ইসলাম, উদ্দীপন সিরাজগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপাক মো. সুমন আলী, সোলার মিনগ্রিড প্লান্ট ইনচার্জ মো. ফজলুর রহমান, বড়ধুল ইউপি চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা, মজিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ সরোয়ার্দিসহ গণ্যমান্য ব্যক্তিগন।