সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ভোটের মাঠে বিশেষ ভূমিকায় র‌্যাব-১২

সোমবার, ১৭ অক্টোবর সিরাজগঞ্জসহ দেশের ৫৭ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে র‌্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। সারাদেশের মত সিরাজগঞ্জেও অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিরাজগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের ভোটের মাঠে বিশেষ ভূমিকা পালন করে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব-১২ এর সদস্যগন সিরাজগঞ্জের  ভোটারদের সার্বিক নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করে।

নির্বাচনের দিন ভোট শুরু হওয়ার সময় থেকে র‌্যাব-১২ এর অফিসারগণ প্রতিটি উপজেলার সকল ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময় টহলে নিয়োজিত সকল সদস্যদের সঠিক দিকনিদের্শনা পালন করার নির্দেশ দেন। নির্বাচনে র‌্যাবের সরব উপস্থিতি সাধারন জনগনের মনের মধ্যে আস্থা বাড়িয়েছে। র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এতথ্য নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button