দ্বিতীয়বার চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলেন আব্দুল লতিফ বিশ্বাস
আগামি ১৭ অক্টোবর তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।নির্বাচনে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান প্রশাসক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। গতকাল বিকেলে আওয়ামী লীগ সংসদের বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের বৈঠকে এসিদ্ধান্ত নেয়া হয়।
গতকাল বিকেলে শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদের বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, রশিদুল আলম, কাজী জাফরুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কর্ণেল (অব) ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুব উল আলম হানিফ।
বৈঠকে উপস্থিত মনোনয়ন বোর্ডের সদস্য তোফায়েল আহমেদ সিরাজগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল লতিফ বিশ্বাস এর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুল লতিফ বিশ্বাস ১৯৫০ সালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় কামারপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তৃণমূল থেকে উঠে আসা এই রাজনীতিবিদ দীর্ঘদিন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দুবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও পরে ১৯৯৬ সালে সিরাজগঞ্জ-৫ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ওই একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত তিনি মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৪ সালের জানুয়ারি মাসে জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি পদে নির্বাচিত হন।
বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ৬ মাস পর তাকে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
২০১৬ সালে প্রথম বারের মত অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চলতি বছর এপ্রিল থেকে তিনি জেলা পরিষদের পুনরায় প্রশাসক হিসেবে দায়িত্ব পান এবং অদ্যবধি তিনি এ দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে তার সহধর্মীনি বেলকুচি পৌরসভার সাবেক মেয়র, আশানূর বিশ্বাস।