স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, র্যালী অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) সকালে স্থানীয় বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপানে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তৃণমুল ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ফেডারেশনের সভাপতি শিপন সিং। অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন।
বাংলাদেশ তৃণমুল ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান।
প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ অ্যাকাডেমী ট্রাষ্টের চেয়ারম্যান ড.আবুল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকছির এম চৌধুরী, কবি আনিস মাহমুদ ও সিরাজগঞ্জ হিন্দুবৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, সদর থানা কমিটির সভাপতি অশোক ব্যানার্জী প্রমুখ।
আলোচনায় আদিবাসি নেতৃবৃন্দ নিজেদের সংস্কৃতি কৃষ্টি রক্ষাসহ আদিবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরেন। আলোচনা সভঅ শেষে আদিবাসিদের র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন