ফজলুল হক খান রায়গঞ্জ থেকে – রায়গঞ্জে কৃষি প্রনোদনার আওতায় বিনামূল্যে কৃষকদের মধ্যে মাশকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কনা মন্ডলের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. ইমরুল হোসেন তালুকদার ইমন।
রায়গঞ্জ কৃষি অফিস সূত্র জানায়, ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২-২২-২৩ মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় রায়গঞ্জে ৪০জন কৃষকের মাঝে বিনা মুল্যে এ মাশকলাই বীজ ও সার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাস,রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি )তানজিল পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খান, উপ সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।