সিরাজগঞ্জ

বীর মুক্তিযোদ্ধা জগলু চৌধুরী মাহবুবুল হক পাঠাগারকে উপহার দিলেন দুটি বই

Eye Hospital Rajshahi

বীরমুক্তিযোদ্ধা আশরাফুল আলম চৌধুরী জগলু ভাই বীর মুকিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠগারকে উপহার দিলেন দুটি বই। ৮ ডিসেম্বর দুপুরে জগলু চৌধুরী পাঠাগার এর সভাপতি গণমাধ্যম কর্মী ইসমাইল হোসেন এর হাতে তুলে দেন ১৭ বীর মুক্তিযোদ্ধার ৭১ এর স্মৃতি নিয়ে লেখা ‘বীরত্বে একাত্তর’ ও  মুক্তিযুদ্ধে এক কিশোর ইসতিয়াক আহমেদ দুলাল এর বয়ানে জাকিয়া খান এর অনুলিখনে ‘মুক্তিযুদ্ধে এক কিশোর’ গ্রন্থ দুটি। এসময় উপস্থিত ছিলেন পাঠাগার এর অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মুক্তিয্দ্ধু গবেষক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, উপন্যাসিক মনিরুজ্জামান খান, রাজনীতিক নব কুমার কর্মকার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন।

এবিষয়ে বীরমুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠগার এর সভাপতি ইসমাইল হোসেন বলেন, ৭১ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ গৌরবোজ্জল ইতিহাস। ২৩ বছর পাকিস্তানি শাসন ও শোষনের চুড়ান্ত প্রতিবাদ ৭১ এর মুক্তিযুদ্ধ। কাজেই প্রতিটি বাঙালি নাগরিক এর দায়বদ্ধতা থেকেই ৭১ কে জানা উচিত। জানা  উচিত ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। বীর মুক্তিযোদ্ধা জগলু চৌধুরীর উপহার গ্রন্থ দুটির বিষয়গত মূল্য অপরিসীম। পাঠাগার সদস্যদের এগ্রন্থ দুটি আজ ও আগামী প্রজন্মকে ৭১ এর গৌরবোজ্জল মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button