প্রতিদিন প্রতিবেদক : শনিবার, সকাল ১০টায় শহিদ এম. মনসুর আলী অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ শীর্ষক কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন শিক্ষাবিদ, রাজনীতিক, মুক্তিযোদ্ধা অতিথিগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর সভাপতি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন পাঠাগার এর সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, সমাজকল্যান ও পরিবেশ বিষয়ক সম্পাদিক আশিক আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল হক এর ঘনিষ্ট সহচর, ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য প্রেরীত অভিনন্দন বার্তা পৌছে দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বাংলা বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ফকরুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুল হালিম, ভিক্টোরিয়া হাই স্কুল এর প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস বলেন আজকের প্রজন্মকে বাংলাদেশ সর্ম্পকে জানতে হবে। আর জানতে হলে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাস জানতে হবে। এসময় তিনি আরও বলেন, সিরাজগঞ্জে এধরনের বিষয় নিয়ে অনুষ্ঠান এই প্রথম। এজন্য তিনি তার বক্তব্যে আয়োজক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ প্রতিযোগিতার সেরা ৩৭ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ।
মাহবুবুল হক পাঠাগারের সভাপতি ইসমাইল হোসেন জানান, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় সেরা প্রতিযোগী ৩৭ জনের হাতে অনুষ্ঠানে বই তুলে দেওয়া হয়। এছাড়াও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আরও বিজয়ী ১৮৭ জনকে বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে।
একই অনুষ্ঠানে দেশের পরিবেশকে রক্ষায় ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ এর পক্ষ থেকে প্রতিযোগীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।