চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘বীর নিবাস’ হস্তান্তর করা হয়। বুধবার, ১৫ ফেব্রুয়ারি, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ‘বীর নিবাস’ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে উপজেলা হলরুমে উপজেলার ৩ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছে ‘বীর নিবাস’ এর প্রতীকী চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভা.) মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস মোল্লা বাবুল আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় চৌহালী উপজেলায় ১৮ টি বীর নিবাস’ নির্মাণ করা হচ্ছে । আজ ৩ জনের কাছে চাবি হস্তান্তর করা হলো। একতলা বিশিষ্ট বীর নিবাসের ভবনে ২টি বেডরুম, একটি রান্নাঘর, ডাইনিং ও ড্রয়িং স্পেস এবং ১টি ওয়াশরুম রয়েছে। এখানে পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে।