সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সনদ ও স্মার্ট কার্ড আনুষ্ঠানিকভাবে বিতরণ কর হয়। এ শনিবার, দুপুরে, এউপলক্ষ্যে উপজেলা মিনি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধরা জীবনের ঝুকি নিয়ে দেশ স্বাধীন করেছেন। তারা কখনও রাজাকারসহ স্বাধীনতা বিরোধী শক্তিকে মাথা চারা দিয়ে উঠতে দেবে না।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুকুমার চন্দ্র দাস।
অনুষ্ঠানে ৯১ জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সনদ এবং ১২২ জন বীর মুক্তিযোদ্ধাকে সনদসহ স্মার্ট কার্ড প্রদান করা হয়।