সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

সিরাজগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে চীপ জুডিসিয়াল কোর্ট চত্বরে সুবর্ণ অহংকারে শহিদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল (বিপিএমবার) (পিপিএমবার) জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়,আলোচনা সভায় শহিদ বুদ্ধিজীবী দিবসের উপর তাৎপর্যপূর্ণমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা জাতির বিবেক বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। বুদ্ধিজীবী হত্যা পৃথিবীর ইতিহাসে একটি বর্বরোচিত ও ন্যাক্কারজনক ঘটনা।

তিনি আরও বলেন, পাকিস্তানী দোসর রাজাকারদের বিচার হয়েছে। কিন্তু দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে তাদের অপকর্ম থেমে নেই। সকল ষড়যন্ত্র প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানান তিনি আরো বলেন, বুদ্ধিজীবীরা তাদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে সহায়তা করে। বাংলাদেশের অগ্রযাত্রা রুখে দিতে একাত্তরের ঘাতকগোষ্ঠী এই হত্যাযজ্ঞ চালায়। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল (বিপিএমবার) (পিপিএমবার) সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,( পিপি) বীর মুক্তিযোদ্ধা  বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, বেসরকারি চ্যানেল টুয়েন্টিফোর সিনিয়র রিপোর্টার হীরুক গুণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button