বেলকুচিসিরাজগঞ্জ

বেলকুচিতে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন

আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি:  সোমবার, ২২ আগষ্ট, বিকেলে উপজেলা অডিটোরিয়াম হল রুমে শিক্ষক-সুপারভাইজারগনের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) সাব-কম্পোনেন্ট ২.৫ এর আওতায় উপজেলা ১৯৩২ জন ঝড়ে পড়া শিক্ষার্থীকে  শিক্ষার মুলধারায় ফিরে আনতে এই উদ্যোগের অংশহিসেবে এই বুনিয়াদী প্রশিক্ষণের আয়োজন করা হয়

এই কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে এই ঝড়ে পড়া শিক্ষার্থীদের ফিরিরে আনার লক্ষ্যে একার্যক্রম বাস্তবায়িত হবে। কার্যক্রমের আওতায় ঝড়ে পড়া ও বিদ্যালয়ে ভর্তি না হওয়া ৮ থেকে ১৪ বছরের শিশুদের দ্বিতীয়বার প্রাথমিক শিক্ষার ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঝড়ে পড়া বা স্কুলে না যাওয়া শিশু যেদিন পাওয়া যাবে না সেদিন আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এটা ভেবেই আমাদের কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক আহসান হাবীব, সেভ দ্যা কান্ট্রি পরিচালক খলিলুজ্জামান শিহাব, পরিবর্তনের পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপপরিচালক রোখসানা খাতুন, এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি।

আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিরাজগঞ্জের আয়োজনে ও সেভ দ্যা কান্ট্রি ও পরিবর্তনের সহযোগিতায় প্রশিক্ষণ ২২ আগষ্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button