বুরো বাংলাদেশ ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর যৌথ ্উদ্যোগে ওয়াটার ক্রেডিট অ্যাডাপশন প্রজেক্ট (ডাব্লিউসিএডি) প্রকল্পের অপারেশন অন পার্টনারশিপ ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ৩ সেপ্টেম্বর, রোববার এনডিপির প্রধান কার্যালয়ের ট্রেনিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান ও বুরো বাংলাদেশ এর পরিচালক (স্পেসাল প্রোগ্রাম) মো. সেরাজুল ইসলাম নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এনডিপির পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশ এর সিরাজগঞ্জ জোনের জোনাল ম্যানেজার আবুল হোসেন, ওয়াশ প্রকল্পের ট্রেইনার মো. আশরাফুল আলম, এনডিপির সহকারী পরিচালক (সিএসপি) মো. সাইফুল ইসলাম। এছাড়াও এনডিপির ২ জন জোনাল ম্যানেজার, ৪ জন এরিয়া ম্যানেজার এবং ২০ জন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বুরো বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক এস জেড এম শাহরিয়ার।
কর্মশালায় কমিউনিটি পর্যায়ে উন্নত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা, উন্নত স্বাস্থ্য অভ্যাসের মাধ্যমে জনস্বাস্থ্যের সামগ্রিক উন্নয়ন ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে সরকারকে সহায়তা করাসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়াও কর্মশালায় সরকার গৃহিত জাতীয় স্যানিটেশন কর্মসূচি এবং ওয়াস কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উল্লেখ্য, ওয়াটার.ওআরজি এর অর্থায়নে বুরো বাংলাদেশ ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর যৌথ উদ্যোগে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়া জেলার ২০ টি শাখার মাধ্যামে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।