কাজীপুরসিরাজগঞ্জ

কাজীপুরে ১ হাজার বৃক্ষ রোপণ করলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে বর্জ্রপাত রোধে তালগাছ এবং ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণের উদ্বোধন হয়। সোমবার সকালে উপজেলার গান্ধাইল আইডিয়াল ডিগ্রি কলেজ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সিরাজগঞ্জ এ কর্মসূচির আয়োজন করে।

জানা গেছে, বর্জ্রপাতে প্রাণহানি ঠেকাতে ও ভূমি ক্ষয়-ধস, মাটির উর্র্বরতা রক্ষায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সারাদেশে ৫০টি উপজেলায় তালগাছ রোপণের প্রকল্প হাতে নিয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করছে প্রতিষ্ঠানটি। কাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ সড়কের ধারে এ বৃক্ষগুলো রোপণ করা হচ্ছে। এর মধ্যে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ, গান্ধাইল আইডিয়াল ডিগ্রি কলেজ, মেঘাই ই.ইউ.আই উচ্চ বিদ্যালয়, আরডি উচ্চ বিদ্যালয়, গান্ধাইল উচ্চ বালিকা বিদ্যালয়, গান্ধাইল হাইস্কুলের খেলার মাঠ, মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় সহ শুভগাছা ইউনিয়ন পরিষদের সড়ক, পাটাগ্রাম রোড থেকে গান্ধাইল জেসি রোড, পাটাগ্রাম থেকে গান্ধাইল ইউনিয়ন পরিষদ রোড, বানিয়াজান খাল, আলমপুর চৌরাস্তায় ৮৩৫ টি তালগাছ, ৫৫ টি কাঁঠাল গাছ, ৫৫টি আম, ৫৫টি ঔষুধি ও মেহগনি গাছের চারা রয়েছে। বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আরা, গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, গান্ধাইল আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক নূপুর কর্মকার ও সিনিয়র অফিসার রুবেল হোসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button