সদরসিরাজগঞ্জ

জমে উঠেছে সিরাজগঞ্জের বৃক্ষ মেলা

গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি-স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর ইতিমধ্যেই উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার ২৪্ আগষ্ট হতে  আগামী ৩০ আগস্ট বুধবার পর্যন্ত শহরের মুক্তির সোপান প্রাঙ্গণে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।

এবারে বৃক্ষ মেলায় ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে সারি সারি সাজানো বনজ, ফলজ, সবজি ও ঔষধি দেশী-বিদেশী নানান প্রজাতির গাছ। পাওয়া যাচ্ছে চেনা অচেনা নানা প্রজাতির ফুল ও ফলের গাছ। এদের মধ্যে আছে- জবা ফুল, ম্যান্ডেভিলা, ফুল, হাসনাহেনা, পলাশ, কনকচাপা, বাসন্তি, মালতী, নয়নতারা, আম, আতা, কুল, বড়ই, ডালিম, করমচা, বেল, জাম্বুরা, কাঁঠাল, লাল কাঁঠাল, চাম কাঠাল, ডুমুর, কাজু বাদাম, ডুরিয়ান, অলিভ, কাউ, পিচ, কিউই ফল, অ্যাভোকেডো, আলমন্ডা, ড্রাসিনা, চেরী ফল, পার্সিমন ফল, ড্রাগন, ট্যাং ফল, অ্যাপ্রিকট ফল, আদা জামির, স্ট্রবেরি পেয়ারা, বিলাতি গাব, রাম্বুটান, জয়ফল, সাদা নাশপতি, রাবাবা, মাল বেরি , লোকাট ফল, এবিউ ফল কালোজাম, সাতকরা, সফেদা, কদবেল, আঁশফল, ঘৃতকুমারী, লটকনসহ নাম জানা-অজানা হাজারো ফুল ও ফলের দেশি-বিদেশি গাছ। পাওয়া যাচ্ছে বিরল প্রজাতির গাছ নাগলিঙ্গম। মেলায় সার্বক্ষণিক তদারকি করছেন বৃক্ষ মেলায়  সহকারী বন সংরক্ষক ও বৃক্ষমেলা ২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ হোসেন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি। এবিষয়ে তাদের সঙ্গে কথা বলে জানা যায় এবারের বৃক্ষ মেলা জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদত বার্ষিকীর মাসে অনুষ্ঠিত হচ্ছে বিধায় মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা ও আয়োজন করা হয়নি।

৭ দিনব্যাপী এই বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ মেলায় বিভিন্ন শ্রেণি ও পেশার  মানুষজন  মেলা থেকে তাদের পচ্ছন্দ মত গাছ কিনে বাড়ী নিয়ে যাচ্ছে। মেলায় প্রতিদিন সকালের দিকে স্কুল কলেজের শিক্ষার্থীরা ফলজও বনজ বৃক্ষ দোকানদারদের কাছ থেকে কিনে বাড়ীতেি নয়ে গিয়ে রোপন করছে। ইতিমধ্যে শহরের অনেকে বাড়ীর ছাদে ছাঁদ বাগান গড়ে উঠেছে । এমনকি সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে একটি বাগান গড়েউঠেছে। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর ইচ্ছা ও একান্ত প্রচেষ্টায় এই ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ শোভা পাচ্ছে।

জানা গেছে  আগামী ৩০ আগষ্ট মেলার সমাপনি।  বৃক্ষ মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।  সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button