সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

“সবুজে সাজাই বাংলাদেশ, বিশুদ্ধ অক্সিজেনের নেই শেষ, বৃক্ষ লাগাই জনে জনে, থাকে যেন সবার মনে এসব শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দুই হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

গত মঙ্গলবার, ১৩ জুন সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুলে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন করেন অনুষ্ঠানের  প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার) (পিপিএম বার), সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. নুরুল হক, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মো. আনোয়ার সাদাত, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার মো. ফেরদৌস রবীন, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠা চেয়ারম্যান মো. আশিক আহমেদ।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মো. জাহিদ হাসান শান্ত, প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম, সিনিয়র শিক্ষক মীর্জা মো. গোলাম মোস্তফা, মো. সাইফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পরে সিরাজগঞ্জ সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি.এম সোহেল, উপাধ্যক্ষ মো. সুলতান মাহমুদসহ কলেজের বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষ রোপণ কর্মসূচি পালনকালে জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, বিশিষ্ট ব্যবসায়ী লাবু তালুকদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বৃক্ষপ্রেমিক টুক্কু মুক্তা, ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচির দায়িত্ব পালন করেন।

জানা যায় এ বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাইওয়ে রাস্তা ধারে, পতিত স্থানে দশ হাজার বৃক্ষ রোপণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button