স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্দ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরে মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। গত রোববার, ২৫ জুন সকালে জেলা পরিষদ কার্য্যালয় হল রুমে প্রধান অতিথি হিসেবে শিক্ষা বৃত্তি প্রদান করেন সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।
এসময় তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা থেকে কেউ যেন বঞ্চিত না হয় তার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রধান মন্ত্রীর এই ঘোষনা বাস্তবায়নের লক্ষে ১০২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ২০হাজার ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে তিন ক্যাটাগরিতে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে মোট ১৩ লক্ষ ১০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি প্রকৌশলী কাজী আব্দুল বাতেন, প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জুই পারভীন, মোছা. নার্গিন খাতুন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাছুম শিকদার, চৌহালী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হায়দার মুন্না সহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।