আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি থেকে: সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুর থেকে জুলমাত প্রমানিক (৫৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২০সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে পৌরসভার মুকুন্দগাঁতী এলাকায় মতিন সাহেবের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার চনন্দগাঁতী নতুন পাড়া গ্রামের বাসিন্দা।
নিহতর মেয়ে আমেনা খাতুন বলেন, আমার বাবা শারীরিকভাবে অসুস্থ। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হত। আর রাতে বাড়ি ফিরে আসতো। কিন্তু গতকাল সোমবার বাড়ি থেকে বের হয়ে যায় তার পর আর বাড়িতে ফিরে আসে নাই। রাতেই বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করে তাকে পাইনি। সকালে জানতে পারি মুকুন্দগাঁতী এলাকার মতিন সাহবের পুকুরে আমার বাবার লাশ ভেসে আছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, জুলমাত প্রমানিক বেলকুচির বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। সকালে স্থানীয় এলাকাবাসী পুকুরের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুকুরে গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার থেকে যদি কোনো অভিযোগ না করে তাহলে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।