রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে গত (১৪ ও ১৫ সেপ্টেম্বর) দুদিনের বৃষ্টিতে জনমনে ফিরেছে স্বস্তি। শেষ সময়ে হলেও কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিঁলিক। টানা ভারী বর্ষণে আবাদি জমিসহ ডোবা – নালাগুলো পানিতে ভরে উঠেছে। এতে সিরাজগঞ্জের রায়গঞ্জে আমন ধান ও পাট চাষীরা যেন প্রাণ ফিরে পেয়েছেন। ছোট ছেলে-মেয়েদের পাশাপাশি বড়রা নেমেছে ধানের জমির আইলে মাছ ধরতেও।
অনেক কৃষক আবার বৃষ্টিকে উপেক্ষা করে জমি থেকে পানি বের করতে ব্যস্ত হয়ে পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বৃষ্টির অভাবে ইতিপূর্বে রোপণকৃত আমনের চারা প্রায় শুকিয়ে যেতে শুরু করে ছিল। কিন্তু শেষ সময়ে হলেও গত দুদিনের বৃষ্টিতে সেগুলো যেন আবার নতুন জীবন ফিরে পেতে শুরু করেছে। হাসি ফুটেছে কৃষকের মুখে। স্বস্তি ফিরেছে জনমনে।