সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেসকার নামায আদায়

সারা দেশে তীব্র তাপদাহ থেকে মুক্তি লাভের আশায় সিরাজগঞ্জে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। বিপর্যস্ত হচ্ছে জনজীবন, কাঠ ফাঁটা রোদে অতিষ্ঠ প্রাণীকুল। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে বিভিন্ন যায়গায় পানির স্তর দেখা দিয়েছে পানির তীব্র সংকট। সিরাজগঞ্জে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ এর মধ্যে ওঠা নামা করছে। প্রচন্ড গরমে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির জন্য খোলা মাঠে দাঁড়িয়ে ইস্তেসকার নামাজ আদায় অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ এপ্রিল) সকালে কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে দুই রাকাত ইস্তেসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লীরা সমবেত হয়ে নামাজ শেষে গরম থেকে মুক্তি, ও বৃষ্টির জন্য মহান আল্লাহপাকের রহমত কামনা করে দোয়া করা হয়। এতে সিরাজগঞ্জ শহরে ও শহরে বাইরে আশ পাশের ধর্মপ্রাণ মুসলমানেরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ইস্তেসকার দুই রাকাত নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দুই হাত তুলে মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়ে মহান এবং সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে এ অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কাটা ওয়াবদা মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button