সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

পুরুষদের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে একই । তাঁহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা আমাদের লক্ষ্যও তাহাই-প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নারী জাগরণের নেতৃ বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা পর্যায়ে ৫ জনকে সেরা জয়িতা সন্মাননা প্রদান করা হয়।

শুক্রবার, ৯ ডিসেম্বর, সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও  মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ গনপতি রায়।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ  মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, বিংশ শতাব্দীর প্রথম দশকে বেগম রোকেয়া তার শানিত অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছিলেন সমাজে নারীর অধস্তন অবস্থা নারী উন্নয়নের পথে প্রধান অন্তরায়। তাই তার চিন্তা-ভাবনা-উদ্বেগ সর্বক্ষণ আবর্তিত ছিল নারী জাগরণ ও সমঅধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এই উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম। এসময়ে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সিরাজগঞ্জ পৌরসভা সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর  ১৩ -১৪-১৫ নং রোমানা রেশম, ব্রাক প্রতিনিধি রহিছ উদ্দিন,  যাদেরকে বিশেষ  ক্রেস সদন সম্মাননা প্রদান করা হয়।

জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে সিরাজগঞ্জে ২০২২ সালে ০৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার নামের তালিকা প্রকাশ করে। এর মধ্যে অর্থনৈতিকভাবে সাফলতা অর্জনকারী নারী,  শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফলতা অর্জনকারী নারী, সফল জননী, নারী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এবং অসামান্য অবদানের জন্য নির্বাচিত জয়িতা ইলা রানী ঘোষ, রেখা রানী ঘোষ, আফজাল খান রোড, শীলা, রানু রানী, রেহেনা পারভীন মীরা, মোছা. সুমি খাতুন, মোছা.ঈশিতাকে সন্মাননতা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button