ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত ফুলজোড় নদীর অববাহিকায় অবস্থিাত নুরনাগর ও চর নুরনগর গ্রামে বানিজ্যিক ভাবে রেকর্ড পরিমাণ বেগুন উৎপাদন হয়েছে এ বছর। এই এলাকার বেগুন উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে উপজেলায় ৯১ হেক্টর জমিতে এবার বেগুন চাষ হয়েছে। এখন পর্যন্ত ৫০ হেক্টর জমির বেগুন উত্তোলন করা হয়েছে যার মোট ফলন হয়েছে ১ হাজার ২ শত মেট্রিক টন যা হেক্টরপ্রতি ফলন হয়েছে ২৪ মেট্রিক টন। এর মধ্যে নুরনাগর এলাকায় ২ শত কৃষক ৫ হেক্টর জমিতে বেগুন চাষ করছেন এবং এই এলাকায় প্রতি হেক্টরে ২৫ মেট্রিক টন বেগুন উৎপাদন হয়েছে যা অন্যান্য এলার থেকে ১ মেট্রিক টন বেশি।
এবছর বেগুনের বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় এ অঞ্চলের কৃষকদের মুখে হাসি ফুটেছে। চর নুরনাগর গ্রামের বেগুন চাষি ময়নুল জানান এবার ২ বিঘার মত জমিতে বেগুন চাষ করেছেন খরচ হয়েছিল ৪০ হাজার টাকা এখন পর্যন্ত ১ লাখ টাকার মত বেগুন বিক্রি করেছেন। এছাড়াও এই এলাকার কৃষক নাইম হোসেন জানান তিনি ১ বিঘা জমিতে বেগুন চাষ করেছেন খরচ হয়েছিল ২৫ হাজার টাকার মতো এখন পর্যন্ত ৫০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন এখন জমিতে বেগুন আছে।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ জানান, এবার চর অঞ্চলগুলোতে বেগুনের ভালো ফলন হয়েছে। আমরা তাদের কে সবসম বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। এখনও অনেক কৃষক বেগুন চারা লাগাচ্ছে তাই উৎপাদন আরও বাড়বে বলে আশা করছি।