আব্দুর রাজ্জাক বাবু বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগের নৌকা প্রতিকের এমপি প্রার্থী আব্দুল মমিন মন্ডলের সমর্থক ইয়াহিয়া ও আবু সুফিয়ান, স্বতন্ত্র এমপি প্রার্থীর সমর্থক আবু তাহেরের উপর অতর্কিত হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে। আবু তাহের সিরাজগঞ্জ-৫ বেলকুচি চৌহালী আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থক। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার(১২ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০মিনিটে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পেস্তক ছালাম মার্কেট এলাকার হারুনের চা দোকানে এই মারধরের ঘটনা হয় বলে জানা যায়।
বেলকুচি থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায় আবু তাহের তার মুদিখানা ব্যবসার ফাকে দৌলতপুর পেস্তক সালাম মার্কেটে হারুনের চায়ের দোকানে প্রতিবেশী রাজ্জাকের সাথে বসে চা খেয়ে কথা বলতেছিল,হঠাৎ পেস্তক গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে ইয়াহিয়া ও আবু সুফিয়ান চায়ের দোকানে এসে অতর্কিত তার সোয়েটারের কলার ধরে কিল ঘুষি মেরে চোখের নিচে বাম পাশের চোয়ালের নিচে জখম কওে এবং পুনরায় হিরোন এসে আবার কিল ঘুষি মারে তারপর মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এ বিষয়ে আশেপাশে নাম না জানার শর্তে অনেকে বলেন হারুনের চা দোকানে ডাকাডাকি শুনে তারা গিয়ে দেখে আবু তাহেরকে ইয়াহিয়া ও তার ভাই সুফিয়ান বেধম মারধর করছে। এ সময় আশেপাশের লোকজন জড়ো হতে দেখে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে পালিয়ে যায়। এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন,মারধরের বিষয়ে ভুক্তভোগী থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছে,অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে।