আব্দুর রাজ্জাক বাবু বেলকুচি প্রতিনিধি: প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ঝাটকা ইলিশ না ধরায় বেলকুচি পৌর সভার তালিকাভুক্ত ৪০ জেলের মাঝে ৮০ কেজি করে বিশেষ সহায়তার চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পৌরসভা চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এ সময় প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে সাড়ে তিন মেট্রিকটন চাল দেওয়া হয়। নিষিদ্ধ সময়ে যমুনা নদীতে ঝাটকা ইলিশ না ধরায় কর্মক্ষম জেলেদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ চাল বরাদ্দ দেন। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইকবাল রানা,পৌর কাউন্সিলর মাহববুল আজাদ তারক,মহিলা কাউন্সিলর শাপলা খাতুন।
মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, প্রধানমন্ত্রী দরিদ্র জেলেদের কথা চিন্তা করে ঝাটকা ধরার নিষিদ্ধ সময়ে তাদের জন্য চাল বরাদ্দ দিয়েছেন। এ চাল পেয়ে জেলেরা খুশি। ইলিশ প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে সরকারের নির্দেশ মেনে ঝাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। উপজেলা দুইটি ইউনিয়ন ও একটি পৌর সভায় জেলেরা এই বিশেষ সহায়তার চাল পাচ্ছে।