উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ আগস্ট) দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভার সভাপতি ডা. আতোয়ার গনি ওসমানির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভার প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, এ উপজেলার হাসপাতালগুলো গত নয় বছরে ইচ্ছে মতে চলেছে। কোনও ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়নি। বিগত নয় বছরের মধ্যে এই প্রথম হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা কমিটির মিটিং অনুষ্ঠিত হলো।
সভায় প্রধান অতিথি হাসপাতাল গুলোর ঔষধ রক্ষানাবেক্ষণ, বিতরণ ও চিকিৎসা সেবার মানোন্নয়নসহ বিগত নয় বছরের হিসাব দেখার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠন করার নির্দেশনা দেন। প্রধান অতিথি কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন। এ হাসপাতাল ব্যবস্থাপনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা।