রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: একটি ব্রিজ না থাকায় শিক্ষার্থীসহ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের একাংশ ও সিরাজগঞ্জ জেলার বাগবাটি ইউনিয়নের ১০ থেকে ১৫ গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এপার ওপার যাতায়াতের তাদের একমাত্র ভরসা ডিঙ্গি নৌকা। জেলা সদর বাগবাটি ইউনিয়নের চর ইসলামপুর ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা দরকার বলে মনে করছেন এলাকাবাসী। এখানে ব্রিজ না থাকায় এলাকার নদীর দু’পাড়ের হাজারো মানুষ চরম কস্টে রয়েছেন।
গতকাল চর ইসলামপুর গ্রামের সৌখিন বন্ধু পার্কের মালিক মো. আব্দুল মমিনের সাথে কথা হলে তিনি জানান, আমার বন্ধু পার্ক দেখতে আসছেন প্রতিদিন অনেক মানুষ। তাছাড়া এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। একানকার রাস্তাটি কাচা ও এখানকার নদীর ওপর ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন অনেক শিক্ষার্থী ও বিভিন্ন গ্রামের মানুষ।
এদিকে ইসলামপুর গ্রামের মাওলানা মো. মোখলেছুর রহমান, মো. সামিদুল ইসলাম বলেন, এই কাঁচা রাস্তা ও নদী পারাপার হয়ে কোমলমতি শিক্ষার্থী ও হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এখানকার রাস্তাটি পাকা করাসহ চর ইসলামপুর ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা দরকার। আমাদের সকলের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। এমতাবস্থায় উক্ত রাস্তাটি পাকা করা সহ ইছামতি নদীর ওপর একটি ব্রিজ নার্মাণ করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করছেন অত্র এলাকাবাসী।