সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডাকবাংলোর উর্ধ্বমুখী ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর ডাকবাংলো ভবনের ৩য় তলার নির্মান কাজ শেষ হয়। গত ৮ মে, সোমবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যদিয়ে নবনির্মিত ভবনের ৩য় তলার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা পরিষদের অর্থায়নের এই নতুন ভবন নির্মানে ব্যয় হয়েছে প্রায় ৪৬ লাখ টাকা। সকালে জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস শহরের মুজিব সড়কস্থ এই ডাকবাংলোর নব নির্মিত তৃতীয় তলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জেলা পরিষদের ডাকবাংলোর কক্ষগুলোতে থাকার জন্য সরকারি কর্মকর্তাদের চাপ বেড়েছে। কম খরচে থাকার নিরাপদ সুযোগ রয়েছে। নতুন ভবন নির্মানের ফলে সরকারি কর্মকর্তাদের দীর্ঘ দিনের সমস্যা দূরিকরণসহ থাকার আরো সুযোগ আর বৃদ্ধি পাবে । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী কাজী মো. আব্দুল বাতেন, শহিদুল ইসলাম তাইফুল, উপসহকারী প্রকৌশলী এনামুল হকসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button