জাতীয়

ভাঙ্গুড়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপি’র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাদ মাহমুদ, সহকারী জেলা কমান্ড্যান্ট শাহ আলম, আটঘরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানা, চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুক, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সামিউল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল জানান, উপজেলার মোট ২০টি পূজা মণ্ডপের জন্য প্রাথমিকভাবে ৪০জন মহিলা এবং ৮০জন পুরুষ আনসার ও ভিডিপি’র সদস্য বাছাই করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button