সিরাজগঞ্জ

প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ করলেন এমপি মুন্না

সিরাজগঞ্জ সদর উপজেলা ৫ নং খোকশাড়ী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের সমাজসেবা অধিদপ্তরের সামাজিক বেষ্টনি কর্মসূচির আওতায় ইউনিয়নের ১১৮ জন প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় গত সোমবার (১৫ মে) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ভাতা বই বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের হাতে ভাতা বই তুলে দেন সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো.হাবিবে মিল্লাত মুন্না। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধিশালী স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে এবং গরীব, দুঃখী ও অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনিই মানুষের জীবনমান উন্নয়নের কাজ করছেন বিভিন্ন ধরনের ভাতা চালু করেছেন। যা অতীতে কোন সরকার করেনি। বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতাকালে তারা করছে লুটপাট আর চুরি দেশের মানুষের জন্য তারা উন্নয়ন করনি। তারা আন্দোলনের নাম জ্বালাও পোড়াও আর হত্যার রাজনীতি করে মানুষ মেরেছে। তাই এদেশের জনগণ তাদের পরিহার করছে। উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আপনাদের কাছে ভোট চাই, আপনারা তাকে ভোট দিয়ে আবারো বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী করবেন বলে আশা করছি।

অনুষ্ঠান সঞ্চালনা ও সভাপতিত্ব করেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশীদুল হাসান (রশীদ মোল্লা)। স্বাগত বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. সোহেল রানা।

সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম সজল, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব মো. শফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, আশাদুল ইসলাম, মো. সোহরাব হোসেন, মো. আব্দুল মান্নান, মো. নিজাম উদ্দিন, মোছা. ছাঈদা খাতুন, মোছা. মনিজা বেগম, মোছা. শেফালী পারভীন সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী এবং সুবিধা ভোগী প্রতিবন্ধী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button